Home » K » Kabir Suman »

Kabir Suman - Jor Kore Ki Chords

Artists:  A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z # 

Jor Kore Ki Chords
Version #1
Kabir Suman


Copy URL
[Verse 1]
 
Dm
জোর ক'রে  কি ফুলের বাহার শুকনো গাছে বানানো যায় ?
Dm                      Bb        D7
জোর ক'রে  কি চাঁদের পাহাড় এই মাটিতে আনানো যায় ?
                        Dm
জোর ক'রে  কি ফুলের বাহার শুকনো গাছে বানানো যায় ?
D7                     Gm         D7
জোর ক'রে  কি আকাশটাকে হাতের মুঠোয় ধরবে কেউ ?
          Gm       D7
চায়ের কাপে ধরবে বুঝি সাতটা সমুদ্দুরের ঢেউ ?
 
[Chorus]
 
Bb
কক্ষনো না!
Gm                  Bb         F
কক্ষনো না, কক্ষনো না!! এসব কেবল কথার কথা,
Dm                    Bb          D7
হাজার চেষ্টা ক'রেও গোলাপ ফুল ফোটায়না কল্মিলতা...
 
[Verse 2]
 
 
Dm                   D7
জোর ক'রে  কি চড়ুইপাখি ক্রিকেটখেলা শিখতে পারে ?
                 Bb
জোর ক'রে  কি ছুঁচে সুতো পরানো যায় অন্ধকারে ?
D7                     Dm
জোর ক'রে  কি চড়ুই পাখি ক্রিকেটখেলা শিখতে পারে ?
                 Bb
জোর ক'রে  কি ছুঁচে সুতো পরানো যায় অন্ধকারে ?
D7                    Dm       D7
জোর ক'রে  কি চড়ুইপাখি ক্রিকেটখেলা শিখতে পারে ?
D7            Gm        D7
জোর ক'রে  কি সূর্য'কে যায় পূব আকাশে ঘুম পাড়ানো?
         Gm                   D7
ভয় দেখিয়ে যায় কি বুঝি কুকুরছানার লেজ নাড়ানো?
 
[Chorus]
 
Gm
কক্ষনো না!
Gm        F          Gm        F
কক্ষনো না! কক্ষনো না!! এসব কেবল কথার কথা,
Dm                    Bb         Dm
হাজার চেষ্টা ক'রেও গোলাপ ফুল ফোটায়না কল্মিলতা...
 
[Verse 3]
 
Dm
জোর ক'রে আমসত্ব দিয়ে যায় কি বলো শুক্তো রাঁধা?
Gm                   D7
জোর ক'রে দুই হৃদয় শুধু ফন্দি দিয়ে যায় কি বাঁধা?
Dm
জোর ক'রে আমসত্ব দিয়ে যায় কি বলো শুক্তো রাঁধা?
Gm                    D7
জোর ক'রে কি আনন্দ হয় দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে?
Gm
কান্না দিয়ে যায় কি গড়া সুখের স্বর্গ জোর খাটিয়ে?
 
[Chorus]
 
কক্ষনো না!
Bb         Gm                   F
কক্ষনো না!! কক্ষনো না!! এসব কেবল কথার কথা,
Dm                    Bb          Dm
হাজার চেষ্টা ক'রেও গোলাপ ফুল ফোটায়না কল্মিলতা...
            
Submit corrections

↑ Back to top | Tablatures and chords for acoustic guitar and electric guitar, ukulele, drums are parodies/interpretations of the original songs. You may use it for private study, scholarship, research or language learning purposes only