Home » A » Anjan Dutta »

Anjan Dutta - Masher Prothom Din Acoustic Chords

Artists:  A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z # 

Masher Prothom Din Acoustic Chords

(ver. 1)
Anjan Dutta
[Verse]
Cm         G        G#     Cm
(মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে,
Cm         G        G#          Cm
লালচে আলো কালচে হয়ে যাওয়া অশোকা বারে)-২,
Cm       G     G#          Cm
তিনটে বড় হুইস্কি, পেপসিতে নেড়ে চেড়ে,
Cm          G         G#
চেনা চেনা সেই চোখ, চীনে খাবার।
 
 
   Cm          G     G#        Cm
এই মাইনে পাওয়ার দিনটা, গড়ের মাঠটা ঘুরে,
Cm           G        G#     Cm
ফিরবো আজকে আমি, একা ট্যাক্সিতে চড়ে।
Cm          G           G#           Cm
ছেলেটা আমার থাকবে জেগে, আসবে যে তেড়ে ফুঁড়ে,
Cm         G        G#
পকেটে আমার পিস্তল খেলনা।
 
[Chorus]
     Cm                G
আজ অন্ধকার এই গলির গন্ধ নাকে আসবে না,
   Cm            G
বড় রাস্তার মাস্তানরাও কাছে ঘেঁষবে না।
Cm               G
ট্যাক্সিটা সোজা নিয়ে, দোরগোড়াতে লাগিয়ে দিয়ে
Cm     G   G#
সব হয়ে যাবে সিনেমা।
 
[Verse]
Cm         G             G#          Cm
চিকেনটা ভাই প্যাক করে দাও, বাড়ী নিয়ে চলে যাই।
Cm        G          G#          Cm
যাবার আগে ওয়ান-ফর-দ্য-রোড হবে নাকি ভাই?
Cm           G          G#      Cm
আবার তো সেই তিরিশটা দিন, হাঁড়িকাঠে জবাই।
Cm           G    G#
ছোটোখাটো হয়ে থাকার যন্ত্রণা।
 
 
Cm          G          G#       Cm
(নামটা শুনেছি পড়িনি আমি, জীবনানন্দ দাশ,
Cm         G    G#        Cm
লাশকাটা এই শহরে, আমি জীবন্ত লাশ)-২।
Cm         G        G#      Cm
দশটা পাঁচটা মনটা আমার করে শুধু হাঁস ফাঁস।
Cm         G     G#
মাসের প্রথম দিনটার অপেক্ষায়।
 
[Chorus]
Cm                        G
চেপে চেপে রেখে মান অভিমান, টিপে টিপে খরচা।
Cm               G
চারটা চৌকো মধ্যবিত্ত বাঁচার প্রচেষ্টা,
Cm                     G
পাল্টে যাবেনা কোনোদিন এই দুয়ে দুয়ে চার নামতা আমার
Cm        G      G#
ক্যাবলাকান্ত কেরানীর কবিতা।
 
 
Cm                     G
মিসেস আমার গুন গুন করে গাইছে আজকে গান।
Cm                      G
ভুলে গেছে সে ছেঁড়া ব্লাউজের লজ্জা অপমান,
Cm                     G
সত্যি হবেনা জেনেও করছে, বন্ধক রাখা গয়নাগুলোর
Cm       G          G#
উদ্ধার করে আনার নানান প্ল্যান।
 
[Verse]
Cm         G        G#       Cm
একটা দিনের জন্যেও সব উল্টোপাল্টা হোক,
Cm         G           G#          Cm
চুলোয় যাকগে আপোস অভাব লাভ লোকসান ক্ষোভ।
Cm         G         G#       Cm
একটা রাতের জন্যেও সেই হারানো সুর বাজুক,
Cm       G    G#
এই রাতটা তোমার আমার।
 
 
Cm           G         G#         Cm
বেঁচে থাকি যদি তিরিশটী দিন আবার আসবো ফিরে,
Cm        G             G#     Cm
নিয়ন আলো করে এলোমেলো, ধর্মতলার মোড়ে,
Cm         G       G#       Cm
হৃদয়ের সব যন্ত্রণা আমি দেব ঊজার করে,
Cm        G     G#
Cm         G       G# asd    Cm
 
রাপ্পা রাপ্পা ...
            
Submit corrections

↑ Back to top | Tablatures and chords for acoustic guitar and electric guitar, ukulele, drums are parodies/interpretations of the original songs. You may use it for private study, scholarship, research or language learning purposes only